ইন্টারনেট এর অজনা কিছু প্রশ্ন এবং উত্তর যা দেখলে আপনিও অবাক হবেন




১। প্রশ্ন – বাংলাদেশে প্রথম কবে অনলাইন ইন্টারনেট চালু হয়?

উত্তর- ৪ই জুন ১৯৯৬ সালে।

২। প্রশ্ন- বাংলাদেশে প্রথম অনলাইন ই-মেইল চালু হয় কত সালে?

উত্তর- ১৯৯৪ সালে।

৩। প্রশ্ন- কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কী বলা হয়?

উত্তর- ইন্টারনেট

৪। প্রশ্ন- কম্পিউটার এর স্থায়ী স্বৃতিশক্তিকে কি বলে?

উত্তর- ROM

। প্রশ্ন- পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি তৈরি করে?

উত্তর- ১৯৮১ সালে এপসন কোম্পানি তৈরি করেন

৬ । প্রশ্ন- কম্পিউটারের সফ্‌টওয়্যার বলতে কি বুঝানো হয়?

উত্তর- কম্পিউটারের প্রোগ্রাম বা কর্মপরিকল্পনার কৌশলকে বলা হয়

৭। প্রশ্ন- কম্পিউটারের কোন জিনিসটি নেই?

উত্তর- বুদ্ধি বিবেচনা নেই।

৮। প্রশ্ন- কম্পিউটারের ভাইরাস কি?

উত্তর- একটি ক্ষতি কারক প্রোগ্রাম ।

৯। প্রশ্ন – ভাইরাস কম্পিউটারে বিশ্বব্যপি কবে বিপর্যয় সৃটি করে?

উত্তর- ২৬ এপ্রিল , ১৯৯৯ সালে।

১০। কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রন করে কোনটি?

উত্তর- সেন্টাল প্রসেসিং ইউনিট,

১১। প্রশ্ন- বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি?

উত্তর- ENIAC

১২। প্রশ্ন- বানিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম  ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি?

উত্তর- ইউনিভ্যাক।

১৩। প্রশ্ন- বাংলাদেশের স্থাপিত প্রথম কম্পিউটার কোনটি?

উত্তর- IBM ১৬২০ সিরিজ,

১৪। প্রশ্ন- কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়?

উত্তর- ১৯৬৯ সালে ।

১৫। প্রশ্ন- কিসের মাধ্যমে স্বল্পমূল্যো পণ্যের বিজ্ঞাপন দেওয়া যায়?

উত্তর- ওয়েব সাইটের মাধ্যমে।

১৬। প্রশ্ন- কম্পিউটার এর সফ্‌টওয়্যার জগতে নাম করা প্রতিষ্ঠান কোনটি?

উত্তর- মাইক্রোস্‌ফট

১৭। কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রের প্রয়োজন?

উত্তর- মডেম

১৮। প্রশ্ন-ডেটাবেজকে আমরা কি বলতে পারি??

উত্তর- তথ্য ভান্ডার ।

১৯। প্রশ্ন- প্রথিবীর প্রথম গণনাকারি যন্ত্রেন নাম কী?

উত্তর- অ্যাবাকাশ

২০। প্রশ্ন- প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?

উত্তর- RAM এ ।

  •        Mustakim Jony 
  • Founder of jm technique




No comments

Powered by Blogger.